[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ট্রেড কোর্স চালু : ভিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ১২:৩১ এএম
আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১২:৩২ এএম

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, বিগত সময়ে শিক্ষাখাতের দুর্বল অবস্থার ফলে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন এই পরিস্থিতি মোকাবিলা করে শিক্ষাকে উন্নতির পথে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।

শনিবার (২৩ নভেম্বর) সকালে ইলিয়টগঞ্জ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ভিসি ড. আমানুল্লাহ। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে বাধ্যতামূলক ট্রেড কোর্স চালু করা হবে।

এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি বাজারে আরও দক্ষ হয়ে উঠবে এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে।”

আমাদের পূর্বপুরুষদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শহীদদের স্মৃতি অমর করে রাখতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তোমরাই দেশের নেতৃত্ব দিবে এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের প্রস্তাবের ভিত্তিতে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং ইসলামি সংস্কৃতিসহ আটটি বিষয়ে স্নাতক শ্রেণি চালুর ঘোষণা দেওয়া হয়। তিনি পর্যায়ক্রমে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিদর্শক মো. জহিরিল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর