[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেবে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ৬:৩১ পিএম

ফাইল ছবি

পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করার অনুমোদন দিয়েছে।

শেহবাজ শরীফ ইতোমধ্যে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে পড়াশোনার সুযোগ দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌহার্দ্যের অংশ হিসেবে পাকিস্তান ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাংলাদেশিদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার পথ আরো উন্মুক্ত হতে যাচ্ছে।

পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। একাধিক সূত্র জানিয়েছে, এই উদ্যোগের বাস্তবায়নের জন্য পাকিস্তান এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একে অপরকে তাদের পোর্টালে যুক্ত করবে।

এছাড়া, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতির ব্যাপারে মন্তব্য করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পাকিস্তানের সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত করেছিল, তবে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর ফলে, পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর