[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

তিতুমীর কলেজের আন্দোলন স্থগিত, সরকারের কমিটি গঠনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ৮:৪৩ পিএম

ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে ফিজিবিলিটি যাচাইয়ের জন্য কমিটি গঠনের আশ্বাস দিয়েছে সরকার।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের চলমান ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

তবে এ সম্পর্কিত অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সংগঠক জাভেদ ইকবাল জানান, বিকেলে সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম তিতুমীর কলেজের ১৪ জন শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে জানানো হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি টেস্ট) করবে।

এই আশ্বাসের ভিত্তিতে আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করা হলেও কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

শিক্ষার্থীদের দাবিসমূহ

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তিনটি মূল দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে সাত কলেজ থেকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি কমিশন গঠন করতে হবে।
৩. স্বতন্ত্র তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করতে হবে।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

তিতুমীর কলেজ তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তবে অধিভুক্তির পর থেকেই একাডেমিক কার্যক্রম পরিচালনা নিয়ে নানা জটিলতা দেখা দেয়, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বর্তমান উদ্যোগ সেই আন্দোলনেরই অংশ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর