[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ২:২৮ এএম

লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন নিয়ে প্রবিধানমালায় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

এ বিষয়ে বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা না করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

অ্যাডহক কমিটি নিয়ে নির্দেশনা
৬৪-এর ৮ উপধারায় বলা হয়েছে, শিক্ষা বোর্ড সভাপতি মনোনয়নের জন্য তিনজন প্রস্তাবিত ব্যক্তির মধ্য থেকে একজনকে বা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করতে পারবে এবং অ্যাডহক কমিটি গঠন করবে।

অ্যাডহক কমিটির মেয়াদ হবে অনুমোদনের তারিখ থেকে ছয় মাস। নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যাবে, তবে তা দুই বারের বেশি নয়।

যদি অ্যাডহক কমিটি যৌক্তিক কারণ ছাড়া নিয়মিত কমিটি গঠনে ব্যর্থ হয়, তবে কমিটির সভাপতি ও সদস্যরা ন্যূনতম দুই বছরের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো কমিটির পদে অযোগ্য বিবেচিত হবেন।

পুরাতন প্রবিধানমালা রহিত
নতুন প্রবিধানমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০০৯ সালের প্রবিধানমালা রহিত হবে।

উল্লেখ্য, স্কুলের ক্ষেত্রে ১২ সদস্যের ‘ম্যানেজিং কমিটি’ এবং কলেজের ক্ষেত্রে ১৫ সদস্যের ‘গভর্নিং বডি’ পরিচালনা কমিটি হিসেবে দায়িত্ব পালন করে।

তবে নতুন নিয়ম অনুযায়ী, পরিচালনা কমিটির দায়িত্ব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর