দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এবার তুলে নেওয়া হলো।
গত ১৩ নভেম্বর ঢাবির নিয়মিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যার ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কোনো বাধার সম্মুখীন হবেন না। একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। এছাড়া, দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য সহযোগিতা বিনিময়েও নতুন সুযোগ সৃষ্টি হবে।
২০১৫ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। কিন্তু এবার নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরীর নেতৃত্বে সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এ বিষয়ে জানান, "২০১৫ সালে সিন্ডিকেটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থে আমরা ২০১৫ সালের আগে যে সম্পর্ক ছিল, তা পুনঃস্থাপন করেছি।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীরা আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে যান, বৃত্তির জন্য আবেদন করেন—এইসব বিষয় বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের পর, ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার শাসন থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পুনঃস্থাপন হয়েছে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হলো।
সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, ৫ সেপ্টেম্বর পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও প্রায় এক দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন, যা সম্পর্ক পুনঃস্থাপনের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: