[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

ঢাবির ১,৫০০ নবীন শিক্ষার্থীকে কোরআন ও মহানবীর জীবনীগ্রন্থ উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪ ২:৩৬ এএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১,৫০০ নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনীগ্রন্থ সীরাত উপহার দিয়ে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক ব্যতিক্রমী নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

কোরআন ও সীরাতগ্রন্থ ছাড়াও শিক্ষার্থীদের দেওয়া হয় দোয়ার বই, প্রসপেক্টাস এবং অন্যান্য প্রয়োজনীয় বই।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অধ্যাপক মোখতার আহমেদ বলেন, “কোরআন মানুষকে আভ্যন্তরীণ শান্তি ও পথপ্রদর্শন দেয়।

শিক্ষার্থীরা যেন আল্লাহ ও তার রাসূলকে জানার মাধ্যমে সঠিক পথে চলতে পারে, সেজন্যই এই বইগুলো তাদের উপহার দেওয়া হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব নাজির মাহমুদ বলেন, “কোরআনের নির্দেশনা মেনে চললে আমরা কখনো পথ হারাব না। তবে কোরআন থেকে বিচ্যুত হলে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াহ এসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিল।

এছাড়া আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, শিক্ষাবিদ ড. এম আবদুল আজিজ, পিএসসি, জি (অব.) কর্নেল মো. জাকারিয়া হোসেন, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, কবি ও চিন্তাবিদ মুসা আল হাফিজ এবং দাওয়াহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ইসলামিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি নবীনদের উৎসাহিত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর