[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

এসএসসি ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪ ৩:৪০ এএম

ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর।

বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ফি জমা দেওয়া যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

তবে বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার সুযোগ থাকবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী পরীক্ষার ফল ও ফি সংক্রান্ত নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

এছাড়া নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফি নির্ধারণ

বিজ্ঞান বিভাগ: ফরম পূরণের জন্য ২,২৪০ টাকা

ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ: ২,১২০ টাকা


পরীক্ষার্থীদের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও সেশন চার্জ পরিশোধ করতে হবে। নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।

শিক্ষাপঞ্জির পরিবর্তন

প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও, করোনা মহামারির কারণে শিক্ষাপঞ্জি পরিবর্তন হয়েছে। ২০২৪ সালেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৩০ এপ্রিল থেকে।

ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর