[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ ইউজিসি’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ৫:২৩ পিএম

ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্মাণ কাজ চলাকালে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

সরকারি অর্থ ব্যয়ে কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

২০২৪-২০২৫ অর্থ বছরে এডিপিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪) ইউজিসি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে গেট ও ম্যুরাল নির্মাণে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ইউজিসি’র কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সাথে সমৃক্ত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ সদস্য আরও বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

সমাজের মানুষের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে দুর্নীতিমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও সুষ্ঠুভাবে শেষ করা, যথাযথভাবে অর্থব্যয় করা, নির্মাণ কাজ মানসম্মত করা, নির্মাণ কাজে নিরাপত্তা নিশ্চিত করা, ঠিকাদারদের জবাবদিহির আওতায় নিয়ে আসাসহ একগুচ্ছ পরামর্শ দেন।

ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।

সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রফেসর আবু নঈম শেখ, ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. আমিনুল হক আকন্দ, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পেরপ্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর