[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৪ ২:১৯ পিএম

,

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার রাতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২ এপ্রিল এক সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করতে হবে।

আগামী ২৫ বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী এবং ১১ জৈষ্ঠ্য ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালননের জন্য বলা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর মাদরাসা শিক্ষা অধিদপ্তর সোমবার দেশের মাদরাসাগুলোর অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ দেয়।

এই চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের দপ্তরে পাঠানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর