[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ৪:৪৮ পিএম

করোনাকালীন পরিস্থিতির পর পুনরায় ফেব্রুয়ারিতে ফিরে এসেছিল এসএসসি পরীক্ষা।

তবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়সূচি পিছিয়ে যাচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র অনুযায়ী, আগামী বছরের এসএসসি পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়ে ঈদুল ফিতরের পর এপ্রিলে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একইভাবে, এসএসসি পরীক্ষার শিডিউল পেছানোর কারণে এইচএসসি পরীক্ষাও জুন মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে শিক্ষাপঞ্জি অস্থিতিশীল হয়ে পড়ে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল এবং গত বছরের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হলেও, আগামী বছর এই সময়সূচি আরও একবার পেছানো হচ্ছে।

ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে এবং পূর্ণ নম্বরে। তবে, এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে ধরে নিয়ে ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে শিক্ষাবোর্ডগুলো।

বর্তমানে বিভিন্ন স্কুলে নির্বাচনী পরীক্ষা চলছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে ফরম পূরণেরও ঘোষণা দেওয়া হয়েছে।

তবে, পরীক্ষার সময়সূচি পেছানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে শিক্ষা বোর্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর