[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৬৭.৪২ শতাংশ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৫৯ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৬৭ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের মোট ২২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ভর্তির জন্য মোট ৪৬ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ২৪১ জন। অপরদিকে, ১৫ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট আবেদনের প্রায় ৩২ দশমিক ৫৮ শতাংশ।


এবার কুমিল্লা ও রাজশাহী—এই দুই অঞ্চলে কেন্দ্র নির্ধারণ করে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। কুমিল্লা কেন্দ্রে নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ২৯ হাজার ৮২১ জন, যার মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ৪৬৫ জন।

রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬ হাজার ৫১৫ জন এবং সেখানে পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৭৭৬ জন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষায় সার্বিকভাবে উপস্থিতির হার সন্তোষজনক। মোট আবেদনকারীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আগের বছরের ধারাবাহিকতায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করেছে।

কুমিল্লা ও রাজশাহী—দুই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের ইউনিটগুলোর পরীক্ষাও একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।


উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর