সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) চলমান প্রোগ্রাম বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এর সাথে সাক্ষাৎ করেছেন
বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় জাইকা প্রজেক্ট ডিরেক্টর ক্যাটসুকি নাহো, বিডিইউ এর মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রপ্ত) জনাব মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।
জাইকা প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ-কে জাইকার চলমান প্রোগ্রাম এর প্রশিক্ষণ সম্পর্কে অবগত করেন এবং তাদের পরিকল্পনা তুলে ধরেন।
মাননীয় উপাচার্য বিডিইউর পক্ষ থেকে জাইকা-কে সকল ধরনের সহযোগিতা করার ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করেন। জাইকা এবং বিডিউ এর মধ্যকার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করে জাইকা প্রতিনিধি দল।
উল্লেখ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (বেসিস) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারত্বে চলমান বি টপসি প্রোগ্রামটি বাস্তবায়ন করবে জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রোমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস।’
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিক্সের মধ্যে দূরত্ব কমিয়ে এনে বাংলাদেশের আইসিটি সেক্টরে টেকসই উন্নতি সাধন করা।
এসআর
মন্তব্য করুন: