ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশেষ উদ্যোগ নিয়েছে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আগের বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রাতের থাকার ব্যবস্থা ও খাবারের আয়োজন করেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীরা যেন আবাসন ও খাবার নিয়ে কোনো সমস্যায় না পড়েন, সে লক্ষ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষার্থীরা নিরাপদ ও শান্ত পরিবেশে অবস্থান করে পরীক্ষায় অংশ নিতে পারেন—এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, এ বছর ৬০০ জনের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রায় এক হাজার পরীক্ষার্থীর জন্য মসজিদে থাকার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ক্লাবটির সভাপতি রিফাতুল ইসলাম বলেন, গত বছরের মতো এবারও কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের আয়োজন করা হয়েছে। ছয় শতাধিক শিক্ষার্থীর জন্য খাবার এবং এক হাজার শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তার অংশ হিসেবে একটি মডেল টেস্টও আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: