[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে কুবিতে ‘কমল’-এর সচেতনতামূলক উদ্যোগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ১:৫৪ এএম

সংগৃহীত ছবি

র‍্যাগিং, বুলিং ও যেকোনো ধরনের হ্যারাসমেন্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।

আসন্ন ভর্তি পরীক্ষা ও নবীন শিক্ষার্থীদের আগমনকে সামনে রেখে একটি নিরাপদ ও মানবিক ক্যাম্পাস নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংগঠনটির উদ্যোগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় র‍্যাগিংবিরোধী সচেতনতামূলক স্টিকার ও বার্তা সংবলিত প্রচারণা চালানো হয়।

এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা এবং সহনশীল ও সহযোগিতাপূর্ণ ক্যাম্পাস সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।


এই ক্যাম্পেইনে সার্বিক সহায়তা ও অর্থায়ন করেন সংগঠনটির উপদেষ্টা রিয়াজ উদ্দিন অন্তর। উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাত।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশ নেন ওয়াসিম সাকিব, সেজান খান, আসাদুল ইসলাম রুমন, আব্দুল্লাহ মোহাম্মদ মাসউদ, জোবায়ের আহমেদ ও মেহেদী ফারহান।

আহ্বায়ক সদস্যদের মধ্যে ছিলেন রেদওয়ান অন্তর, মুনতাসির বিল্লাহ পাটোয়ারী সিফাত, নাঈম হোসেন ও মো. রিফাত।
এ বিষয়ে ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর আহ্বায়ক সাইফুল মালেক আকাশ বলেন, আগামীকাল থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

নবীন শিক্ষার্থীরা যেন ভয়ের পরিবেশে না পড়ে, সে লক্ষ্যেই আমাদের এই র‍্যাগিংবিরোধী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সিনিয়র-জুনিয়র সম্পর্ক গড়ে উঠবে সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, কোনো ধরনের চাপ বা ভয় দেখিয়ে নয়।


সংগঠনের সদস্য সচিব খান মোহাম্মদ নাঈম বলেন, র‍্যাগিং, বুলিং ও হ্যারাসমেন্ট শিক্ষাঙ্গনে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এসব আচরণ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে।

একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নিরাপদ, সম্মানজনক ও মানবিক জায়গা—এই বিশ্বাস থেকেই আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর