ঢাকা: দীর্ঘ ছয় ঘণ্টা অবস্থানের পর সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
একই সঙ্গে অবরোধ প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা একইসঙ্গে তারা তাদের চলমান আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক নাঈম হাওলাদার এ তথ্য জানান।
সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, সাত কলেজকে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কমিশন গঠন করা হোক।
তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হলেও তাদের দাবি মানা হয়নি।
শিক্ষার্থীরা বলছে, "আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত সংস্কার কমিশন আমরা প্রত্যাখ্যান করেছি এবং অবিলম্বে আমাদের দাবির বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"
শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার একটি বিবৃতি দেন।
সেখানে তিনি জানান, শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে শিক্ষার্থীদের দাবির মধ্যে ন্যায্য ও পরস্পরবিরোধী কিছু বিষয়ও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: