[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণদের বিদায় সংবর্ধনা এবং চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংগঠনের সভাপতি পংকজ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. শোয়াইব বিন আছাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া। এছাড়া দিনাজপুর জেলার নবীন ও প্রবীণ শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করে সংগঠনে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করা প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ পর্ব অনুষ্ঠিত হয়।


নবীনদের উদ্দেশে বক্তব্যে সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই মনোযোগী হয়ে পড়াশোনা করা জরুরি। ভালো একাডেমিক ফলাফল ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যেতে সহায়ক হবে।

তিনি জেলা কল্যাণ সমিতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


সভাপতির বক্তব্যে পংকজ রায় বলেন, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি পারিবারিক বন্ধনের নাম।

নবীন সদস্যদের এই পরিবারে স্বাগত জানিয়ে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। মাদক থেকে দূরে থেকে বাবা-মায়ের স্বপ্ন পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি সংগঠনের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর