[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময় ও রায়হান

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:০০ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (থিয়েটার কুবি)–এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নৃবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী তন্ময় সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী রায়হান মিথ।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক তন্ময় সরকার, কমিটি গঠনের আহ্বায়ক মোহাম্মদ হান্নান রাহিম, সংগঠনের উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম।


২৮ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ ও নুসরাত জাহান ইভা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন অমি দেব ও প্রান্ত ঘোষ। সাংগঠনিক সম্পাদক আরেফিন তাজবী, সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রতীক বড়ুয়া ও জুয়েনা তালুকদার পলি।


এছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শফিউল ইসলাম তিয়াস, অর্থ ও দপ্তর সম্পাদক তাসমিয়া ফারিন, প্রচার সম্পাদক খাইরুল আমিন মাসুম, প্রপ্স ও কস্টিউম বিষয়ক সম্পাদক মোসলিমা খাতুন পাকিজা, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক রুবায়েত হোসেন, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক আশিক ইসলাম, শব্দ ও সঙ্গীত আয়োজন বিষয়ক সম্পাদক প্রীতম কান্তি গোপ।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ, রাকিন খান, আমেনা ইকরা, জুনায়েদ লামিম শেখ, আবেদ হোসেইন, কিকিউ মারমা, ডমনিকা কৃপা, অরবিন্দ সরকার, অপু পাল, সুবাহ প্রমিথী সমীক্ষা, বন্ধন রায় ও সাদমান আলম।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান মিথ বলেন, থিয়েটার কুবির মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্ব। সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।


অন্যদিকে সভাপতি তন্ময় সরকার বলেন, নাট্যচর্চার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা ও সুস্থ সংস্কৃতি বিকাশই তাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলার জন্য নতুন নেতৃত্ব কাজ করবে এবং নতুন প্রতিভা বিকাশে থিয়েটার কুবি আরও সক্রিয় ভূমিকা রাখবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর