কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫–২০২৬ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘টিম কাগজ ডট কম’। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে ‘থ্রি ডট’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ‘টিম ট্রেইলব্লেজার’।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবরিনা আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সোহরাব উদ্দীন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এক্সিলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর ও কোচ তারিফ মোহাম্মদ খান, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন এবং হোস্টিং ডট কমের ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কোঅর্ডিনেটর মো. আমিনুল ইসলাম ও ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া।
গত ২৬ অক্টোবর অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হলে প্রাথমিকভাবে ১২০টি দল অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। বিভিন্ন ধাপ শেষে ১০টি দল ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে বিজয়ী তিনটি দলকে মোট ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
বিজয়ী দলের সদস্য ফাইরোজ বিনতে জাকারিয়া বলেন, “এই যাত্রা আমাদের শেখার একটি বড় সুযোগ ছিল। আগেরবার রানারআপ হয়েছিলাম, এবার চ্যাম্পিয়ন হতে পেরে আমরা গর্বিত।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টপ থ্রি দল পরবর্তীতে জাতীয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে।
হাল্ট প্রাইজ কুবির ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া জানান, এবারের আয়োজন শুধু আইডিয়া প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সামাজিক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: