[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১১:২৪ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আয়োজনে পঞ্চমী তিথিতে এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিমা স্থাপনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়।

পরে সকাল ১০টায় প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশে নবীনবরণ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আরতির মাধ্যমে সারাদিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তমা সাহা, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণ কুমার সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।


এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আপন বসাক বলেন, “সরস্বতী পূজা আমাদের কাছে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়।

জ্ঞান, নৈতিকতা ও বিনয়ের চর্চার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার একটি উপলক্ষ এই আয়োজন। শিক্ষাঙ্গনে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, “প্রতি বছরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এ বছর আমাদের এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের ২০ বছর পূর্তির সঙ্গেও যুক্ত।

সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই পুণ্য দিনে সকলের মঙ্গল কামনা করি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর