[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ৪:০০ পিএম

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়) আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফ করা হবে।

আহত শিক্ষার্থীদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর