[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটির উদ্যোগে

ঢাকায় ইকো আর্ট প্রতিযোগিতা ও পরিবেশবান্ধব ট্রেড ফেয়ার অনুষ্ঠিত

সাইদুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১২:১১ পিএম

অতিথিদের সাথে ইকো আর্ট প্রতিযোগিতায় বিজয়ীরা

গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটির উদ্যোগে এবং ইকোক্যাশ গ্লোবাল ট্রেড হাবের সহযোগিতায় ঢাকার ধানমন্ডির জিয়াস আর্ট গ্যালারিতে শান্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ইকো আর্ট প্রতিযোগিতা ও ট্রেড ফেয়ার ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটির উদ্যোগে এবং ইকোক্যাশ গ্লোবাল ট্রেড হাবের সহযোগিতায় ঢাকার ধানমন্ডির জিয়াস আর্ট গ্যালারিতে শান্তি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ইকো আর্ট প্রতিযোগিতা ও ট্রেড ফেয়ার ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানটি ইউনাইটেড রিলিজিয়ন্স ইনিশিয়েটিভ (URI), ইউআরআই নেদারল্যান্ডস, ফোরাম অব ইয়াং প্রফেশনাল এবং ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের অংশীদারত্বে আয়োজিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুজ্জামান মামুন, ফোরাম অব ইয়াং প্রফেশনালের উপদেষ্টা মো. রাশেদ উল হক সরকার, গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব আহসানুল আলম জন, নির্বাহী পরিচালক শামস খান, প্রতিদিনের বাংলার স্টাফ রিপোর্টার সাইদুর রহমান এবং জিয়াস আর্ট গ্যালারির প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা জিয়া।

 

অনুষ্ঠানে শান্তি ও জলবায়ু সচেতনতা বিষয়ক থিমভিত্তিক ইকো আর্ট প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ ও পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে সৃজনশীলতা, শান্তি ও জলবায়ু কার্যক্রমকে একত্র করে টেকসই উদ্যোগের একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম তৈরির সূচনা করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর