আগামী শিক্ষাবর্ষ ২০২৫ এর জন্য দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে।
শিক্ষার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর থেকে এবং তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ডিসেম্বর মাসে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হবে। সোমবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাউশি সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবরের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের শূন্য আসনের তথ্য ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি শ্রেণির শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থীকে স্থান দেওয়া যাবে। ঢাকার স্কুলগুলো তাদের প্রতিষ্ঠানের কাছাকাছি সর্বোচ্চ তিনটি থানাকে ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবে।
করোনাভাইরাস মহামারির পর থেকেই সকল শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগে কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হতো।
এবার ভর্তির কোটায় কিছু পরিবর্তন আনা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
তবে, যদি এই আসনগুলো পূরণ না হয়, তাহলে সেগুলো মেধাতালিকা থেকে পূরণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: