[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

কুবির আন্তঃবিভাগ ভলিবলে শ্রেষ্ঠত্ব অর্জন লোক প্রশাসন ও বাংলা বিভাগের

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় ছাত্র বিভাগে লোক প্রশাসন এবং ছাত্রী বিভাগে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ছাত্রীদের ফাইনাল ম্যাচে বাংলা বিভাগ প্রত্নতত্ত্ব বিভাগকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

অন্যদিকে ছাত্রদের ফাইনালে লোক প্রশাসন বিভাগ ২-০ সেটের ব্যবধানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ তৃতীয় স্থান লাভ করে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ চোখে পড়ার মতো ছিল।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “আমরা আশা করি, এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতেও বিভাগগুলোর সক্রিয় অংশগ্রহণ দেখা যাবে। আজকের মতো শিক্ষার্থীদের আগ্রহ ও উদ্দীপনা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।


ড. মো. আব্দুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাই।


উল্লেখ্য, গত ১২ জানুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়, যা শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর