[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

কুবি একাউন্টিং ক্লাবের নেতৃত্বে ফাহমিদা ও আবু জাফর

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১:১৪ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘একাউন্টিং ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া ক্লাবের বিভিন্ন উইংয়ে শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ক মনোনীত করা হয়েছে।

ডিবেট উইংয়ের শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সুদাদ আনোয়ার।


স্পোর্টস উইংয়ে শিক্ষক কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমান, শিক্ষার্থী কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। কালচারাল উইংয়ের শিক্ষক কো-অর্ডিনেটর হয়েছেন সহযোগী অধ্যাপক তারিক হোসেন এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন আল বারি সরকার।


এছাড়া ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং উইংয়ের শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক প্রফেসর ড. শামীম আরা মিলি এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন আকলিমা আক্তার আনকি।


নতুন সাধারণ সম্পাদক মীর আবু জাফর বলেন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাহী কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করাই তার মূল লক্ষ্য।

সবার সহযোগিতায় একাউন্টিং ক্লাবকে আরও কার্যকর করে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।


অন্যদিকে নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম বলেন, এই দায়িত্বকে তিনি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর