পাঠ্যবইয়ের ব্যাপক সংস্কার পরিকল্পনা করছে সরকার।
পাঠ্যবইয়ের ব্যাপক সংস্কার পরিকল্পনা করছে সরকার নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে।
এতে ২০২৩ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় যুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। সেইসঙ্গে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নামে একটি নতুন গল্পও বইয়ে অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে।
পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি পরিবর্তন করে সেখানে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ছবি ও গ্রাফিতি সংযোজন করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ইতিহাসের কিছু বিষয়েও পরিবর্তন আনা হতে পারে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, “পাঠ্যবই থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে নতুন অধ্যায় যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে, এবং এ নিয়ে সংশ্লিষ্ট সবাই একমত পোষণ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।”
তিনি আরও জানান, ভারতীয় প্রতিষ্ঠানগুলোর পরিবর্তে দেশীয় ছাপাখানাগুলোকে পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই ছাপানোর জন্য প্রেসে পাঠানো হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে সব শ্রেণির বই প্রস্তুত করার লক্ষ্যে কাজ চলছে।
জানা গেছে, ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে এই পরিমার্জন করা হচ্ছে। এনসিটিবি আশা করছে, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে যাবে।
এসআর
মন্তব্য করুন: