[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ৪:৫৮ পিএম

ফাইল ছবি

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে বহিষ্কৃত শিক্ষক সুমন এবং বৈধ অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না বলে জানান।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকার কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

তারা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বিধি-বহির্ভূতভাবে কলেজের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং ব্যক্তিগত স্বার্থে কলেজকে ব্যবহার করছেন।

শিক্ষার্থীরা জানান, বহিষ্কৃত শিক্ষক সুমন ও বৈধ অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে দ্রুত সম্মানের সঙ্গে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে।

পাশাপাশি কলেজ সংস্কারের নামে শিক্ষকদের মধ্যে যে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, তা বন্ধ করতে হবে।

এছাড়া রেজাল্টের অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং কোচিং সেন্টারের মতো অতিরিক্ত ক্লাস নেওয়াও বন্ধের দাবি জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর