শিক্ষা মন্ত্রণালয় দেশের পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছে।
রোববার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
উপসচিব মো. শাহীনুর ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা হলেন:
১. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
২. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স): ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রধান ড. মো. জুলহাস উদ্দিন নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
৩. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), গাজীপুর: মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর: গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
এই পাঁচ উপাচার্য আগামী চার বছর মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।
এসআর
মন্তব্য করুন: