রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রক্টর হিসেবে নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন।
রবিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী এক বছরের জন্য তাকে প্রক্টর পদে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় ড. মো. ফখরুদ্দিন বলেন, প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের বিষয়।
প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান।
নবনিযুক্ত প্রক্টর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ২০২৫ সালের জুলাই মাসে তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।
এসআর
মন্তব্য করুন: