[email protected] সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২

হান্নানুল–সাইদুলের নেতৃত্বে কুবিতে পাটাতনের যাত্রা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ২:০১ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য গঠিত ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।


রোববার (১৮ জানুয়ারি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
নবগঠিত কমিটিতে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম।

প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক করা হয়েছে জান্নাতুল ফেরদৌস শিফাকে। সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন সুমাইয়া তাবাসসুম এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শিহাব উদ্দিন আহম্মদ।

প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন এবং পাঠচক্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ ইসলাম।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারি রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।


নতুন কমিটির সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, “সবার আগে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের হাত ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘পাটাতন’-এর যাত্রা শুরু হয়েছে, তাদের প্রতি আমরা ঋণী।

মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে। এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করি।


সভাপতি হান্নানুল আলম বলেন, “‘পাটাতন’ একটি চিন্তাভিত্তিক সংগঠন। শিক্ষার্থীদের মননশীলতা, চেতনা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই আমাদের পথচলা।

গত এক বছরে আমরা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমসাময়িক সংকট নিয়ে পাঠচক্র এবং স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি।


তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশের নানা সংকটের মধ্যে অন্যতম ছিল ভয়াবহ বন্যা। সেই সময় পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সক্রিয় ভূমিকা রাখে।

আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গঠনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সেই যাত্রায় পাটাতন চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে।


উল্লেখ্য, “মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশীলতা ও সচেতন নাগরিকবোধ গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর