[email protected] সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি

শীতের তীব্রতা মোকাবিলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

সংগঠনটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৭ জানুয়ারি) কুষ্টিয়া রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন বয়সী অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়।


শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি আহসান হাবীব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহমদ আবদুল্লাহ খানসহ শাখার একাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।


কর্মসূচি শেষে সংগঠনের সেক্রেটারি এস এম শামীম বলেন, ইসলামি আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে সামনে রেখে তাদের সংগঠন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য।


তিনি আরও জানান, মানবতার কল্যাণে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর