[email protected] সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
৫ মাঘ ১৪৩২

নবীনদের স্বাগত জানাতে ইডেন কলেজে আবহ ফাউন্ডেশনের মেহেদী উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি

নবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ উপলক্ষে ইডেন মহিলা কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘মেহেদী উৎসব’ পালন করেছে আবহ ফাউন্ডেশন।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত।


অনুষ্ঠানের অংশ হিসেবে সাহিত্য অনুরাগীদের জন্য ‘আবহ’ প্রকাশনার বিভিন্ন বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মেহেদী ডিজাইন প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা সবার মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ইতিবাচক মনন গড়ে তুলতেই এই আয়োজন।


নবীন শিক্ষার্থী সাথী আক্তার বলেন, এমন আয়োজন আমাদের ক্যাম্পাস জীবনের শুরুটা আনন্দময় করে তুলেছে। নবীনদের কথা ভেবে এ উদ্যোগ নেওয়ায় আবহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আয়োজক কমিটির প্রতিনিধি ফাতেমা জান্নাত জানান, নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নবীনরা যখন শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে পা রাখে, তখন তাদের মানসিকভাবে অনুপ্রাণিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন সুস্থ সংস্কৃতির ধারায় বেড়ে উঠে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে—সেই লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


তিনি আরও জানান, অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বাতাসা ও মুড়ি বিতরণ করা হয়, যাতে তার হত্যাকাণ্ডের বিচারের দাবিটি নতুন প্রজন্মের মাঝে সচেতনভাবে স্মরণে থাকে।
উল্লেখ্য, আবহ ফাউন্ডেশন একটি আদর্শভিত্তিক ছাত্রীকল্যাণমূলক সংগঠন। ‘অপসংস্কৃতির ভিতে করি আঘাত, সুস্থ সংস্কৃতির আনি প্রভাত’—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি নিয়মিত শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর