রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মূল ফটকের সামনে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করা মাইক্রোবাসে সজোরে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের যাতায়াতে ব্যবহৃত হয়ে আসছিল।
এ বিষয়ে রাবিপ্রবির যানবাহন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
ট্রাকটির মালিক পক্ষ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এসআর
মন্তব্য করুন: