মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের করিডোরে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় প্রায় একশ’ শিশুকে মোজা ও হুডি এবং শতাধিক নারী-পুরুষকে কম্বল, চাদর ও মোজা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুরসালিন ইসলাম তুরান-এর সভাপতিত্বে এবং মিম আক্তার ও মিরাজুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন তারুণ্যের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাইমুন নোমান প্রমুখ।
শীতবস্ত্র গ্রহণ করতে আসা এক বৃদ্ধা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
আমরা খুব অসহায় মানুষ। আবদালপুর থেকে এসেছি। এখানে এসে কম্বল আর চাদর পেয়েছি, নাতির জন্যও একটা জ্যাকেট দিয়েছে। এই সাহায্য আমাদের অনেক উপকারে এসেছে। আল্লাহ ওদের ভালো রাখুক।
সংগঠনের সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন,
“দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারুণ্যের মূল উদ্দেশ্য। প্রতিবছরের মতো এবারও আমরা ক্যাম্পাসসংলগ্ন এলাকার শীতার্ত মানুষদের সহায়তা করার চেষ্টা করেছি।
শিশু ও প্রাপ্তবয়স্কদের প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন,
একজন শিক্ষার্থীর দায়িত্ব শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তারুণ্যের সদস্যরা যে কাজগুলো করছে, তা সত্যিই প্রশংসনীয়।
এটি কেবল শীতবস্ত্র বিতরণ নয়—মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ। ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা তারুণ্য একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’—এই স্লোগান ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাই সংগঠনটির কার্যক্রম শুরু হয়।
বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করা, স্বেচ্ছাসেবার মানসিকতা তৈরি, নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন, দুর্যোগকালীন সহায়তা, রক্তদান, বনায়ন, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এসআর
মন্তব্য করুন: