কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে
ভুক্তভোগী শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৭তম ব্যাচের মোহাম্মদ কাউসার।
অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের মিটিংয়ে যোগ না দেওয়ার কারণে একই ব্যাচের ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম তাকে মারধর করেন।
বৃহস্পতিবার রাত ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১০০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
কাউসার এ ঘটনার বিচার চেয়ে হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, নবীন শিক্ষার্থীদের ছাত্রদলের কাজের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে হলের ৪০০৪ নম্বর কক্ষে মিটিং আহ্বান করেন ছাত্রদল কর্মী মাজাহারুল ইসলাম আবির ও মাহদুজ্জামান ইপেল।
মিটিংয়ে যোগদানের জন্য কাউসারকে ডাকতে তৌহিদুল ইসলাম তার কক্ষে যান। কাউসার যেতে অস্বীকার করলে তৌহিদ প্রথমে তার মশারি ছিঁড়ে ফেলেন এবং কিছুক্ষণ পর কাঠের তক্তা নিয়ে এসে আঘাত করেন। এসময় আরেক ছাত্রদল কর্মী তোফায়েল মাহমুদ নিবিড় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী কাউসার জানান, "রাত ১১টায় ঘুমের মধ্যে তৌহিদ এসে আমাকে মিটিংয়ে যেতে বলে। আমি অস্বীকার করায় সে মশারি ছিঁড়ে গালিগালাজ করতে থাকে এবং কিছুক্ষণ পর কাঠের তক্তা নিয়ে এসে আমাকে আঘাত করে।"
অভিযুক্ত তৌহিদুল ইসলাম জানান, "সবাই মিলে মিটিং করছিলাম, তাই কাউসারকে ডাকতে গিয়েছিলাম। সে উঠেনি, তাই মশারি সরাই। এরপর সে আমাকে ধাক্কা দেয়, তখন আমি তাকে গাছের তক্তা দিয়ে তিন-চারটা বারি দিই।"
কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, "আমাদের কোনো সভা ছিল না। যারা মারামারি করেছে তারা আমার অনুসারী নয়। কারা জড়িত, আমি খোঁজ নিয়ে জানাবো।"
এ প্রসঙ্গে হলের প্রভোস্ট অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, "ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে হল প্রশাসন যথাযথ সিদ্ধান্ত নেবে।
এসআর
মন্তব্য করুন: