মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।
তিনি আাগামী দুই বছর দায়িত্ব পালন করেন। সোমবার ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সোমবার কলেজ ক্যাম্পাসে নব নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি আবদুল মতিন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অন্যরা। প্রসঙ্গত, বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৪ মে।
এসআর
মন্তব্য করুন: