[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের শেষ ভাগে শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে জুনের শেষ সপ্তাহে। শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রশাসনিক সমন্বয়—সব বিষয়ে কাজ এগিয়ে চলছে।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতি ও পরবর্তী বিভিন্ন কারণে সাম্প্রতিক বছরগুলোতে সেই নিয়মিত সূচি অনুসরণ করা সম্ভব হয়নি।
চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র, কেন্দ্র প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, বোর্ডগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রেই সম্পন্ন হয়েছে। তবে মাঠপর্যায় থেকে যৌক্তিক কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা এক-দুদিন বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে এবং আশা করা হচ্ছে, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর