[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

ঢাবিতে শেখ মুজিবসহ পাঁচটি হল ও স্থাপনার নাম বদলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ২:৪৩ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি আবাসিক হল ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট।

প্রস্তাব অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হতে পারে শহিদ ওসমান হাদি হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল রাখার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অন্যান্য কয়েকটি ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঠানো হয়েছে।


সিন্ডিকেট সূত্র জানায়, নাম পরিবর্তনের সুপারিশ পাওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমান হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, সংশ্লিষ্ট হলগুলোর শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

হল সংসদগুলো থেকে প্রস্তাব উত্থাপনের পর ডাকসুর নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ সভায় বিষয়টি আলোচনা করে সুপারিশ দেওয়া হয়। পাশাপাশি হল প্রশাসন ও আবাসিক ভবনের সংশ্লিষ্ট কমিটিগুলোও এ বিষয়ে মতামত প্রদান করেছে।


তিনি আরও বলেন, প্রস্তাবগুলো একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সিন্ডিকেটে এসেছে। সিন্ডিকেট কেবল সুপারিশ করেছে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সিনেট। সিনেট সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।


উল্লেখ্য, এর আগে ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা অনলাইন ভোটের মাধ্যমে এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা স্বাক্ষর সংগ্রহ করে নাম পরিবর্তনের পক্ষে মতামত দেন। পরে ডাকসু সংশ্লিষ্ট কিছু স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর