[email protected] বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
১ মাঘ ১৪৩২

মাভাবিপ্রবিতে চিকিৎসা রোবট প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে কারিগরি সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ৪:১১ এএম

সংগৃহীত ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা রোবট প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনওয়ারুল আজিম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার কংজু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো।


সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের রোবট ও যান্ত্রিক স্বয়ংক্রিয়তা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী শামীম আহমেদ দেওয়ান।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন মাসর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী ইমরান হোসাইন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী খোন্দকার নজমুল আহসান।


বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন আনছে। অস্ত্রোপচার সহায়ক রোবট, রোগ শনাক্তকরণ, চিকিৎসা চিত্র বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসাসেবাকে আরও নির্ভুল ও কার্যকর করে তুলছে।

বাংলাদেশের বাস্তবতায় স্বাস্থ্য খাতে এ প্রযুক্তির প্রয়োগ চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. ইকবাল মাহমুদ। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর