রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং প্রকল্প পরিচালক আবদুল গফুরকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে আইসিটি-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো একাধিক অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
সভা শেষে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, ক্যাম্পাসের শান্ত পরিবেশ বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ এবং তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তা কোনো প্রশাসনিক দায়িত্বে থাকতে পারবেন না।
তদন্ত শেষে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে এই সাময়িক বরখাস্তের ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে নানা আলোচনা চললেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
এসআর
মন্তব্য করুন: