[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

কুবিতে ময়মনসিংহ বিভাগীয় শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ১০:০২ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্স এর উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশিষ্ট অতিথি ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ, বিসিক শিল্প নগরী কুমিল্লার পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির রিসার্চ ডিভিশন ও রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ, আইনজীবী ও শিল্পী মাহমুদা খানম, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক আলিমুল রাজী, বার্ডের রিসার্চ ডিভিশনের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ বলেন, শিক্ষাজীবনে নিজ বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা জরুরি।

তিনি শিক্ষার্থীদের নন-পলিটিক্যাল সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা, নেশা ও নেতিবাচক অভ্যাস থেকে দূরে থাকা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার পরামর্শ দেন।


সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন তার বক্তব্যে বলেন, জীবনে দুটি বিষয় মনে রাখতে হবে—যা ভালো লাগে সেটি করা এবং যা ভালো লাগে না তা পরিহার করা।

তিনি আরও বলেন, সিদ্ধান্ত নিজে থেকে সঠিক হয় না, বরং সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে হয়।


সংগঠনের সভাপতি এস এম মাহবুব অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, এই আয়োজনে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা একত্রিত হতে পেরেছে, যা সংগঠনের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর