জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ভোট গণনায় ব্যবহৃত যন্ত্রে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফলাফলে অসঙ্গতি তৈরি হলে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান। তিনি জানান, ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে মোট ছয়টি মেশিন সংগ্রহ করা হয়েছিল। তবে যন্ত্রগত সমস্যার কারণে একই ব্যালটের ফল ভিন্নভাবে প্রদর্শিত হওয়ায় গণনা অব্যাহত রাখা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদের সব প্রার্থীর সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো সেন্ট্রাল অডিটরিয়ামে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। মাগরিবের নামাজ শেষে ভোট গণনা শুরু হলে দেখা যায়, দুটি মেশিনে একই তথ্য থেকে ভিন্ন ফলাফল আসছে।
প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এ অবস্থায় জকসু নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: