জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট ভোটারের ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের তত্ত্বাবধানে ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তিনি বলেন, বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণে ৬০ শতাংশের বেশি উপস্থিতি রেকর্ড হয়েছে। সব কেন্দ্রের তথ্য সমন্বয়ের পর ভোটের চূড়ান্ত হার ও বিস্তারিত ফলাফল জানানো হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে সময় শেষ হওয়ার পর নতুন করে কাউকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি। শীতের তীব্রতা কম থাকলে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সৈয়দা ইশরাত নাজিয়া। তিনি জানান, তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রার্থী বা পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি, যা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে ফলাফল ঘোষণার অপেক্ষা চলছে।
এসআর
মন্তব্য করুন: