[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

বেরোবিতে কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ৬:১৩ পিএম

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হয়।
বেরোবি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ কেন্দ্রে মোট ২ হাজার ৮১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল প্রায় ৯৩ দশমিক ৭৩ শতাংশ, যা সন্তোষজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভর্তি পরীক্ষা চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, বেরোবি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর