সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বেরোবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ছাত্রদলের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন- এটাই আমাদের প্রার্থনা।
বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন। নানা নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আদর্শচ্যুত হননি। দেশের মাটি ও মানুষই ছিল তাঁর জীবনের মূল প্রেরণা।
তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকার আমলে নানা দমন-পীড়নের মাধ্যমে তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তিনি ছিলেন অবিচল ও দৃঢ়।
তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শ ছাত্রদলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: