[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

তাসবিহ পাঠে বর্যবরণ যবিপ্রবির মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীদের

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ৮:৪০ পিএম

দেশের বিভিন্ন স্থানে যখন আতশবাজি, পটকা, ফানুস ও উচ্চ শব্দের মাধ্যমে ইংরেজি নববর্ষ উদযাপন চলছিল, তখন ভিন্নধর্মী এক আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সি মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হলের নামাজের ১০৩ নম্বর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাসবিহ পাঠ ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ, জাতি ও নিজেদের মঙ্গল কামনা করেন।

আয়োজনের বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, নতুন বছরের প্রথম রাতে উচ্চ শব্দ, আতশবাজির ব্যবহারে পাখি ও অন্যান্য প্রাণীর কষ্ট হওয়া এবং এ রাতকে কেন্দ্র করে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের চর্চা আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, এসব আচরণ এক ধরনের অপসংস্কৃতির প্রতিফলন, যা সমাজের শালীনতা ও সাংস্কৃতিক পরিচয়কে ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, এর বিপরীতে ক্যাম্পাসের কিছু সচেতন শিক্ষার্থী যে শালীন, নৈতিক ও কল্যাণমুখী আয়োজন করেছে, তা তথাকথিত ‘থার্টি ফার্স্ট নাইট’ সংস্কৃতির বিরুদ্ধে এক শান্ত ও মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক অবস্থান।

এই উদ্যোগ প্রমাণ করে, কোলাহল নয়—আত্মসংযম, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির মধ্য দিয়েও নতুন বছরের সূচনা করা সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর