পুরোনো বছরের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই নতুন বছরের যাত্রা শুরু হয়।
বিদায়ী ২০২৫ সালজুড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নানা কারণে বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসে।
আন্দোলন, প্রশাসনিক সিদ্ধান্ত, একাডেমিক সাফল্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন—সব মিলিয়ে সমালোচনার পাশাপাশি অগ্রগতির দৃষ্টান্তও রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
এসব ঘটনা নিয়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের সালতামামি।
গুচ্ছ ভর্তি পরীক্ষা ও পোষ্য কোটা ইস্যু-
গুচ্ছ ভর্তি পরীক্ষা ও পোষ্য কোটা বাতিলের দাবিতে গত ৪ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। পরবর্তীতে গুচ্ছ পদ্ধতি থেকে সরে এসে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কুবি কর্মকর্তা গ্রেপ্তার-
১৩ জানুয়ারি এক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষক ছুটিতে-
১২ মার্চ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে প্রশ্ন ও উত্তর সরবরাহের অভিযোগ ওঠে। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
নতুন অর্থবছরের বাজেট-
২০২৫–২৬ অর্থবছরের জন্য কুবিতে ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। ৩০ জুন অনুষ্ঠিত ১০৪তম সিন্ডিকেট সভায় বাজেটটি সর্বসম্মতভাবে পাশ হয়।
‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
নতুন বিভাগ চালুর সুপারিশ-
১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় কুবিতে নতুন করে ১৮টি বিভাগ চালুর সুপারিশ করা হয়। প্রস্তাবিত বিভাগগুলো ছয়টি অনুষদের আওতায় অন্তর্ভুক্ত।
শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান কুবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। গবেষণা প্ল্যাটফর্ম ‘টপ সায়েন্টিস্ট নেট’ প্রকাশিত তালিকায় কুবি থেকে তিনিই একমাত্র প্রতিনিধি।
তিস্তা ইস্যুতে মশাল মিছিল-
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১৭ অক্টোবর রাতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে কুবি ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ-
গাজীপুরে এক মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ১৭ অক্টোবর কুবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
আন্তর্জাতিক সম্মেলন-
১৭ ও ১৮ অক্টোবর পাঁচ দেশের অংশগ্রহণে কুবিতে বিএসএসসিআরের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১৭৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।
জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে ১৯ অক্টোবর কুবি শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।
‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ দপ্তর-
আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে প্রথমবারের মতো কুবিতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ দপ্তর গঠন করা হয়। ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পান প্রভাষক মশিউর রহমান।
বিসিএসে প্রথম স্থান
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে গণিত বিষয়ে প্রথম স্থান অর্জন করেন কুবির সাবেক শিক্ষার্থী মো. অলি উল্লাহ।
শেখ হাসিনার রায়ে মিষ্টি বিতরণ-
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের খবরে ১৭ নভেম্বর কুবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা-
নিষিদ্ধ ঘোষিত ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ এবং শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
কুবি প্রেস ক্লাবের নতুন কমিটি-
১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হন মো. আতিকুর রহমান (তনয়) এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।
আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের ঘোষণা
২০২৬ সালের ৯ ও ১০ জানুয়ারি কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা
তুরস্কের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে চুক্তি স্বাক্ষর করে কুবি।
কুকসু গঠনতন্ত্র যাচাইয়ে ইউজিসি-
কুকসু ও হল সংসদের গঠনতন্ত্র যাচাইয়ের জন্য ইউজিসি একটি কমিটি গঠন করে।
ইরাসমাস প্লাস ও আন্তর্জাতিক সুযোগ-
ইরাসমাস প্লাস কর্মসূচিতে যুক্ত হয়ে ইউরোপ ও তুরস্কসহ ৩৩ দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিনিময় কার্যক্রমের সুযোগ পায় কুবি।
বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা-
২০২৫ সালে র্যাগিং, চুরি ও মারামারির ঘটনায় একাধিক শিক্ষার্থীকে একাডেমিক ও হল থেকে সাময়িক ও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, যা ক্যাম্পাস শৃঙ্খলা ইস্যুকে সামনে আনে।
এসআর
মন্তব্য করুন: