খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক এবং সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমে দায়িত্ব পালন করলে যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কুয়েটকে আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক বলেন, কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখাই অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ প্রশাসনিক পরিবেশ শিক্ষার মানোন্নয়নের জন্য অপরিহার্য।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস. এম. সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল ফকির, আইন বিষয়ক সম্পাদক এম. এম. রবিউল ইসলাম শুভ এবং সদস্য মো. মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামানিক।
এসআর
মন্তব্য করুন: