প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার শিরোনাম ছিল— “আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম”।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জাকসু নেতৃবৃন্দ ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ কারাবরণ ও নির্যাতনের মধ্যেও প্রতিহিংসার রাজনীতি না করে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকেই নিজের আশ্রয় হিসেবে দেখেছেন তিনি, যার প্রতিফলন দেখা গেছে তার জানাজায় মানুষের ঢলে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ শুধু আলোচনায় নয়, বাস্তব রাজনীতিতেও অনুসরণ করা প্রয়োজন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে তার দীর্ঘদিনের সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: