[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমছে ১২ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০২৬ শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় ১২ দিন কমিয়ে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, পবিত্র রমজান মাসের অধিকাংশ সময় বিদ্যালয় খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত ২০২৬ সালের বাৎসরিক ছুটির তালিকা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকেই। সে ক্ষেত্রে রমজান শুরু হলেও ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।
তালিকায় দেখা যায়, ২০২৫ শিক্ষাবর্ষে রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে যেখানে মোট ২৮ দিন ছুটি ছিল, সেখানে ২০২৬ সালে এসব দিবসে ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি আগের ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে।
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখযোগ্য ছুটিগুলো হলো—
রোজা ও ঈদুল ফিতর মিলিয়ে মোট ১৯ দিন
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১২ দিন
দুর্গাপূজা উপলক্ষে ৫ দিন
শীতকালীন অবকাশে ১০ দিন
সব মিলিয়ে অন্যান্য সাধারণ ছুটিসহ আগামী শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ছুটি থাকবে ৬৪ দিন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, পাঠদান কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও ধারাবাহিক রাখতে এবং শিক্ষা ক্যালেন্ডার কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখার বিষয়টি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভিন্নমত দেখা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর