[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার প্রয়াণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা, নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৫:১৫ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

তার স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে এবং পূর্বনির্ধারিত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি সাধারণ ছুটির কারণে ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া মরহুমার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থার কথা জানানো হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ তারিখে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে। ২ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার জীবন ও অবদান নিয়ে একটি স্মরণসভা আয়োজনের কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার ঐতিহাসিক সম্পৃক্ততার কারণে তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর